main-banner

সব্জি ও ফলের খোসা ফেলে না দিয়ে কাজে লাগান

ডাক২৪ ডেস্ক প্রতিবেদন ঃ  প্রতিদিনই আমাদের রান্নাঘরে জমা হয় নানা রকম সব্জি, ফলের খোসা ৷ প্রায় রোজই অবহেলায় ডাস্টবিনেই চলে যায় সেগুলো? অথচ জানেন কি সব্জি বা ফলের মতোই তাদের খোসাও খুবই কাজের জিনিস? ফেলে না দিয়ে দেখে নিন কীভাবে এই সব খোসা কাজে লাগাতে পারেন৷

আলু প্রতিদিনই রান্নাতে লাগেে ৷ রোজই তাই রান্নাঘরে জমা হয় আলুর খোসা৷ আসুর খোসায় থাকে এনজাইম ও ভিটামিন সি ৷ তাই আলুর খোসা চোখের তলার কালি, ফোলা ভাব, ক্লান্তি দূর করতে সাহায্য করে ৷ ১৫-২০ মিনিট আলুর খোসা লাগিয়ে রাখুন চোখের তলায়৷ ক্লান্তি দূর হবে ৷

আলুর খোসার মতোই কাজের জিনিস কলার খোসা৷ এতে থাকে ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম৷ যা দাঁতের এনামেলের জন্য উপকারি৷ দাঁতের হলুদ ছোপ দূর করতে ঘষতে থাকুন কলার খোসা ৷

in news advert

যেকোনও লেবুর খোসাতেই থাকে সাইট্রাস গন্ধ যা পোকামাকড়, মশা, মাছি দূর করতে সাহায্য করে ৷ লেবুর খোসা ঘরে এমনি রাখুন বা জলে ভিজিয়ে রাখুন ৷ মুক্তি পাবেন পোকামাকড় থেকে ৷

স্ট্রেস দূর করতে, ত্বকের সমস্যা দূরে রাখতে উপকারি কমলার খোসা ও শশার খোসা ৷ স্নানের জলে মিশিয়ে নিন এগুলো৷ ক্লান্তি কাটবে, ত্বকের যেকোনও অ্যালার্জিও দূর হবে ৷

সব্জি বা ফলের খোসা ত্বকের জন্য খুবই উপকারি ৷ যেকোনও খোসা বেটে মাস্ক তৈরি করে মখ, হাত, গলা, পায়ে লাগিয়ে রাখতে পারেন ৷ স্ক্রাবও করতে পারেন খোসা দিয়ে ৷ এর অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বক ভাল রাখতে সাহায্য করে ৷

 

[প্রিয় পাঠক, আপনিও ডাক২৪ অনলাইনের অংশ হয়ে উঠুন। খবর, বিনোদন, খেলা, বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবি/ভিডিওসহ ইমেইল করুন-: news@dak24.comএ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Dak 24
hit counter