main-banner

বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা অক্ষয়!

ডাক২৪ অনলাইন ডেস্কঃ  খানদের যুগ কী তাহলে শেষ বলিউডে? শুধু বক্স অফিসের অঙ্ক নয়, বরং পারিশ্রমিকের অঙ্কও যেন এই প্রশ্নের সূত্রপাত করেছে ৷ আর তারই ইঙ্গিত দিল ফোর্বসের ধনীদের তালিকা ৷

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷ সম্প্রতি প্রকাশিত হয়েছে ফোবর্সের ধনী সেলিব্রিটিদের তালিকা ৷ আর সেই তালিকাতেই বিশ্বের তাবড় সেলিব্রিটিদের সঙ্গে নাম জুড়িয়ে ফেললেন বলিউডের অক্ষয় কুমার ৷ এই তালিকায় কোথাও দেখা যায়নি সলমন খান, আমির খানদের ৷ এমনকী, তালিকাতে নেই অমিতাভ বচ্চনও ৷

প্রত্যেক বছর ফোর্বসের তরফ থেকে প্রকাশ করা হয় বিশ্বের ১০০ জন ধনী সেলিব্রিটিদের তালিকা৷ আর সেই তালিকাতে ৩৩ নম্বরে স্থান পেলেন অক্ষয় কুমার ৷ ফোর্বসে দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরে অক্ষয় কুমারের মোট আয় ছিল প্রায় ৪৪৪ কোটি টাকা ৷ তথ্য অনুযায়ী, প্রতি সিনেমায় অক্ষয় মোট আয় করেছেন ৩৪ কোটি থেকে ৬৮ টাকা ৷ সঙ্গে বিজ্ঞাপন থেকেও আয় করেছেন অক্ষয় ৷

 

in news advert

[প্রিয় পাঠক, আপনিও ডাক২৪ অনলাইনের অংশ হয়ে উঠুন। খবর, বিনোদন, খেলা, বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবি/ভিডিওসহ ইমেইল করুন-: news@dak24.comএ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Dak 24
hit counter